রবিবার ১৭ অক্টোবর ২০২১ - ২৩:৪০
মাহফিলে ঈদে যাহরা

হাওজা / কাসরে আব্বাস ইমাম বারগাহ (খালিস পুর খুলনা বাংলাদেশ) ঈদে যাহরা উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কাসরে আব্বাস ইমাম বারগাহ (খালিস পুর খুলনা বাংলাদেশ) ঈদে যাহরা উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে কবিগণ নাতে রাসূল (স:) ও বিভিন্ন কবিতা পাঠ করেন। এবং শেষে জাকির সৈয়দ গামখার হোসায়েন ঈদে যাহরা সম্পর্কে বিভিন্ন ভাবে আলোচনা করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha